হাসি পৃথিবীর অন্যতম সুন্দর একটি জিনিস কারন হাসির মাধ্যমে মানুষ চিন্তামুক্ত ও প্রফুল্ল থাকে। সেই পাশাপাশি শরীর ও মন দুটোই ভালো থাকে। তবে কেউ যখন অনেক প্রফুল্ল হয়ে যায় এবং হাসতে থাকে তখন ভারী কাজ করতে পারে না। কারনঃ
হাসার সময় দেহের পেশীগুলোর সঞ্চালন ঘটে ও একধরনের ফিজিক্যাল ওয়ার্কআউট (Physical Workout) সম্পন্ন হয়। হাসি একটি অনৈচ্ছিক ক্রিয়া এবং হাসি দেওয়ার জন্য আমাদের দেহের প্রায় ২৫-৮০ টি পেশী অনৈচ্ছিকভাবে ব্যবহৃত হয়। এমনকি সেইসময় আমাদের মুখমণ্ডলীয় ও উদরীয় পেশীর সংকোচন ঘটে। মূলত আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও দেহের এতোগুলো পেশী হাসির পিছনে কাজ করে বলেই আমরা সেই মুহূর্তে ভারী কোনো কাজ করার শক্তি পাই না। কারন সেইসময় পেশীর কাজ করার সামর্থ্য বেশি থাকে না।