এটি একটি স্নায়ুবিক কারণ এবং এ প্রকার হাঁচিকে ফোটিক হাঁচি বা সূর্য-হাঁচি বলে। বৈজ্ঞানিক বিশ্লেষণে ইংরেজীতে এটিকে বলা হয় Autosomal Compelling Helio-Ophthalmic Outburst Syndrome বা ACHOO. তবে এর সঠিক কার্যকারণ আজো উদঘাটন করা যায় নি। তাই ফেটিক হাঁচি বলি আর সূর্য-হাঁচিই বলি কিংবা ACHOO- পুরো বিষয়টিই অনুমিত ধারণার বা সম্ভাব্যতার আপেক্ষিকতায় আবদ্ধ।