আপনি যখন কোনও সূর্যোদয় বা সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকেন, তখন সূর্যের আলো 'উল্লম্ব' (যাকে বলি "ভার্টিকাল")-র পরিবর্তে 'অনুভূমিক' (যাকে বলি "হরিজন্টাল")-ভাবে আপনার দিকে আসে। সুতরাং, বায়ুমণ্ডলের ঘন স্তরগুলির মধ্য দিয়ে আলোকে সূর্য থেকে আপনার চোখ পর্যন্ত যে দূরত্বটি অতিক্রম করে আসতে হয়, তা তখন সর্বাধিক হয়।