Nishat Tasnim-
শুধু গরুই না। আরো অনেক প্রাণী আছে যাদের "Upper Teeth" বা উপরের পাটিতে দাঁত নেই। যেমন: ভেড়া, ছাগল, উট, লামা, জিরাফ, ইত্যাদির উপরের পাটিতে দাঁত নেই। এর কারণ হচ্ছে জেনেটিক্স, বিবর্তন বা অভিযোজন। যেসব প্রাণীদের উপরের পাটিতে দাঁত নেই তারা মূলত তাদের জিহ্বার ব্যবহার বেশি করে। এর জন্য তাদের খাবার গ্রহনের ক্ষেত্রে নিচের পাটির দাঁতই এবং জিহ্বা বেশি ব্যবহৃত হয়। উপরের পাটির দাঁত প্রয়োজন হয়না। তবে তাদের উপরের পাটিতে ডেন্টাল প্যাড আছে যা তাদেরকে খাদ্য গ্রহনে সহায়তা করে।