Nishat Tasnim-
হ্যাঁ, কান্নার দাগ। পশুপাখিরও মানুষের মতো অনুভূতি থাকে। গরু কাঁদে যখন তারা কোনো কষ্টকর পরিস্থিতিতে থাকে। পশুকে আঘাত করলে তারা কষ্ট পায়, সে কারণে কান্না করতে পারে। ধারাবাহিকভাবে কোনও পশুকে নির্যাতন করলে বা আঘাত করলে সেই পশুটি আশঙ্কায় থাকে তাকে আবারও আঘাত করা হতে পারে। এজন্য পশু ভীত থাকতে পারে। তবে কান্নার বিষয়টি দীর্ঘ দিন ধরে প্রচলিত কিংবদন্তী। আবার, কোরবানির অনেক গরু যখন তার বাছুর থেকে আলাদা হয়ে যায় তখনও কাঁদে।অনেক সময় বিশেষ করে গ্রীষ্মকালে গরুর চোখ শুষ্ক হয়ে যায়, তাই চোখের কর্ণিয়া কে আদ্র করতে গরুর চোখের নেত্রনালী থেকে অশ্রু বের হয়।