আমার বোন ২মুটকি পরিমান টাইলস পরিষ্কার করা Vixol খেয়ে ফেলেছে বাবার সাথে রাগারাগি করে, এখন বুঝতে পেরেছে তার ভুল, ভয় পাচ্ছে এখন খুব, ৪-৫ দিন হয়ে গেছে তেমন কোনো সমস্যা মনে হচ্ছে না এখন, পেট খালি হয়ে যাচ্ছে যখন,
তখন পেট ব্যথা হচ্ছে, মাঝে মাঝে হালকা একটু বুক জ্বালা করছে, আজকে তল পেট একটু ফোলা ফোলা লাগছিল এখন কমে যাচ্ছে মনে হচ্ছে,
খুদাও লাগতেছে খুব, খাবার খেতে ইচ্ছে করছে ঘন ঘন, আর খাচ্ছেও, বাথরুম ও হচ্ছে ঠিক মত, সমস্যা নেই, ডাক্তার মেডিসিন দেছে,
গ্যাভিসল সিরাপ, ৩চামচ ৩ বার, ওমিডন- ৩ বার, ওমিপ্রাজল-২০- ২বার
গত কাল, মানে খাওয়ার ৪দিন পর শুধু কালকেই কাঁশি দিলে বুকের ভিতর কেমন যেন জ্বলছিল এসিডের মত, ১০-২০মি. মত এখন নেই,
বুকের মাঝে সব সময়ই দুই স্তনের মাঝে মনে হচ্ছে কি যেন বেধে আছে,
নেমে গেলে ভালো লাগত মনে হচ্ছে, কিন্তু নামছে না, আর তল পেটে ব্যথা অনুভব হয়, মাঝে মাঝে অনেক টা ব্যথা হয়, খালি পেট হলেই অস্থির লাগে, অনেক জ্বলে ও ব্যথা করে || গ্যাভিসল খেলে ৫-৬মি. পর স্বাভাবিক হয়ে আসে, খাবার খেয়ে নিলে ঠিক হয়,
খাবার: ডাউল, শাক-শবজি, মাছ ও মাছের ঝোল দিয়ে, চেটকে খাওয়ায়, দুধ খায় সকালে ও রাতে ১ গ্লাস করে, অনেক ভাত খাচ্ছে এখন, আগে এত খেত না এখন যত খায়, নরম করে খায়,
নির্দেশনা: ২মাস পর এন্ড্রোস্কোপি করতে বলেছে ডাক্তার, এক ডাক্তার লেজার থেরাপি দিতে বলেছে তল পেটে (১৪দিনের মধ্যেই), তাহলে নাকি বাকি পয়জন পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর সমস্যা হবে না, আরেকজন ডাক্তার বলে এটা তো বিষ না এটা তো এসিড জাতীয় আর ভয়ের তেমন কিছু নেই, বিষ হলে একটা ঝুকি থেকে যেত, আবার কেউ বলছে এটা খেলে ৩-৬ মাস সুস্থ হয়ে যাওয়ার পরেও মামুষ মারা যায়, কেউ কি একটু জানাবেন এটা সম্পর্কে কি করা উচিৎ এখন, যেন সামনের ঝুকি কমে যায়,