এ পর্যন্ত ৪ টি মৌলিক বল শ্রেণিভূক্ত করা হয়েছে। যথাঃ ১। মহাকর্ষ, ২। তড়িৎ চৌম্বক, ৩। সবল নিউক্লীয়, ৪। দুর্বল নিউক্লীয় বল। এই বল গুলোর শক্তির মাত্রা আছে। সেই মাত্রা অনুযায়ী তড়িৎ চৌম্বক বল মহাকর্ষ বলের তুলনায় অনেক শক্তিশালী। অনু পরমানু পর্যায়ে তড়িৎ বলের যে শক্তি মাত্রা সেটা মহাকর্ষ বলের তুলনায় অনেক অনেক বেশি। যার কারণে ধনাত্মক আধান ধনাত্মক আধান কে বিকর্ষণ করে কিন্তু মহাকর্ষ বল এতো কম অনুভূত হয় যে সেটাকে অগ্রাহ্য করা যায় অনায়াসে। তাই আমরা আধানের ক্ষেত্রে তড়িৎ চৌম্বক বলকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। তবে এর মানে এই না যে মহাকর্ষ বল কাজ করে না এখানে। মহাকর্ষ বল ঠিকই কাজ করে কিন্তু এর শক্তি মাত্রা অনেক কম। আর আপনার প্রশ্নে একটু ভূল আছে মনে হয়।
ধনাত্মক ও ধনাত্মক -> বিকর্ষণ করে
ঋনাত্মক ও ঋনাত্মক -> বিকর্ষণ করে
ধনাত্মক ও ঋনাত্মক -> আকর্ষণ করে