আপনি যখন চুম্বক বরাবর লোহার টুকরো ঘষেন, তখন লোহার পরমাণুর উত্তর-সন্ধানী খুঁটি একই দিকে সারিবদ্ধ হয়। সারিবদ্ধ পরমাণু দ্বারা উত্পন্ন বল একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে । লোহার টুকরো চুম্বক হয়ে গেছে। কিছু পদার্থ বৈদ্যুতিক প্রবাহ দ্বারা চুম্বকীয় হতে পারে।
ধন্যবাদ।