নিশ্চিতভাবেই এটি প্রবৃত্তি’, বলেন চিউ ডটকমের সিনিয়র পশুচিকিৎসক ডা. যিশু আরামেন্দী। তিনি বলেন, ‘কিছু কুকুরের সহজাত আচরণের অংশ হিসেবে বিড়ালদের তাড়া করার প্রবণতা থাকতে পারে। অনেক কুকুরের পূর্বপুরুষ নেকড়ে যাদের জন্মগতভাবেই শিকার প্রবৃত্তি রয়েছে। দুর্ভাগ্যক্রমে এটি কুকুরের মধ্যে প্রকাশ পায়, ফলে ছোট এবং গতিযুক্ত জিনিসগুলোকে তাড়া করে থাকে।’
ডা. আরামেন্দীর মতে, অন্যান্য কুকুরের তুলনায় কিছু নির্দিষ্ট জাতের কুকুরের এই প্রবণতা বেশি দেখা যায়। যেমন: শেফার্ড, ক্যাটল ডগ, রিট্রিভার, পয়েন্টার কুকুর। এসব পোষা কুকুরের তাড়া করার প্রবণতা বেশি থাকতে পারে। তবে এই সহজাত আচরণের মানে এই নয় যে, কুকুরগুলো বিড়ালদের খুবই অপছন্দ করে থাকে। কাঠবিড়ালি এবং খরগোশের মতো ছোট প্রাণীগুলোও কুকুরকে তাড়া করার প্রবৃত্তির দিকে নিয়ে যেতে পারে। এমনকি খেলার বল বা অন্যান্য নির্জীব কিছুরও এক্ষেত্রে ভূমিকা থাকতে পারে।
-নাদিয়া ইসলাম