কুকুর এবং মৌমাছি অনুসরণ প্রবণ হওয়ায় তাডা করার সময় দাড়িয়ে গেলে তারা আর তাড়া করে না । এরা উভয় সামনের বস্তুকে অনুসরণ করে। সামনের বস্তু /ব্যক্তি যখন গতিশীল অবস্থায় থাকে তখন তারাও গতিশীল অবস্থায় থাকে। আবার যখন স্থির অবস্থা বিরাজ করে তখন তারাও স্থির হয়ে যায়।তাই এরা কাউকে তাড়া করার সময় যখন দাঁড়িয়ে যায় তখন আর তাড়া করে না।কারণ সামনের ব্যক্তি গতিশীল হতে স্থির অবস্থায় আসায় এরাও স্থির হয়ে যায়। গতিশীল বস্তু /ব্যক্তি যদি গতি বাড়ায় তাহলে এদের গতিও আরো বেডে যায় এবং গতিশীল বস্তু / ব্যক্তি স্থির হলে এরাও স্থির হয়ে যায় তাই তাড়া বন্ধ করে দে।