উত্তর: ইমোশন এক্সপ্রেস সবাই একইভাবে করবে তা নয়। হাসতেই হবে এমন তো ব্যাপার নাই। কষ্ট পেলে কুকুর "কেউকেউ করবে" আনন্দিত হলে "কুইকুই" করবে। আদরকারীর গায়ে গা ঘষবে, চেটে দিবে। ভয় পেলে, রাগ করলে ঘেউঘেউ করবে, বেশি ভয় পেলে লেজ গুটিয়ে পালাবে। কবুতরকে আদর করলে মৃদ্যু শব্দ করে। সবাইকে হাসতে হবে, কাঁদতে হবে এমন তো কথা নাই। অনেক মানুষই আছে, কষ্ট পেলে কাঁদে না, আনন্দিত হলে হাসে না। কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে "Thank you" বলে, কেউ কৃতজ্ঞতার প্রকাশ করে ভর পেট খাইয়ে, কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে টাকা দিয়ে। মানুষ-প্রাণিভেদে ইমোশন প্রকাশের (এক্সপ্রেশন) ধরণ আলাদা হয়।
Rajib hossain