খাওয়ার পর সাথে সাথে গোসল করা অবশ্যই ক্ষতিকর। তবে অন্তত দুই ঘন্টা পর আর সমস্যা হয় না।
খাবার হজম হওয়ার জন্খায আমাদের দেহের তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রায় থাকতে হয়। তবে গোসল করলে আমাদের দেহের তাপমাত্রা কমে যায়। তাই খাওয়ার পর গোসল করলে হজমে সমস্যা দেখা দিতে পারে। ফলে গ্যাস, বুকজ্বালা, বারবার ঢেকুর ইত্যাদি সমস্যা হতে পারে।
তাই খাওয়ার পর গোসল না করে অন্তত দুই ঘন্টা পর গোসল করা উচিত।