আপনি যদি নিজেকে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হিসেবে তৈরি করতে চান তাহলে আপনাকে
- HTML5
- CSS3
- Bootstrap
- JavaScript
- JQuery
- My SQL
উপরোক্ত পোগ্রামিং ভাষা জানতে হবে। তবে আপনি শুধুমাত্র HTML আর CSS দিয়েও ওয়েবসাইট বানাতে পারবেন। তবে সেটা প্রফেশনাল হবে না।
ওয়েবসাইট বানাতে হলে আপনাকে একটা ওয়েব ডোমেইন এবং হোস্টিং কিনে নিতে হবে। ডোমেইনের জন্য একবার দাম দিতে হয় কিন্তু হোস্টিং এর দাম নির্ভ করে এর স্টোরেজ এর উপর। এবং সেই সাথে আপনাকে বাৎসরিক বা ত্রৈমাসিক ভাবে আপনার ওয়েবসাইটটি রিনিউ করে নিতে হবে।
বর্তমানে আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান ডোমেইন এবং হোস্টিং বিক্রি করে থাকে। আপনি চাইলে নূন্যতম ৪ হাজার টাকার মধ্যে ১বছরের জন্য ভালো মানের হোস্টিং এবং মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির ডোমেইন কিনতে পারবেন।
ধন্যবাদ।
বিঃদ্রঃ হোস্টিং ও ডোমেইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে গুগল সার্চ করুন।