যদি আমরা সংখ্যাকে অসীম গুণোত্তর ধারায় এমন শর্ত যুক্ত করি, a/r^n হলে r কখনো a এর চেয়ে বড় নয়। তাহলে আমরা যতই গুণোত্তর ধারাগুলোকে যোগ করিনা কেন যোগফল সব সময় 1 আসবে।
এই চিত্রটি লক্ষ্য করুন,
এখানে 2/3 + 2/9 + 2/27 +... + a/r^n এরকম অনন্তকাল এই প্রক্রিয়া চললেও যোগফল সর্বদাই 1 হবে। সবগুলো যোগ করলে সম্পূর্ণ ক্ষেত্রটাই আমরা পাচ্ছি ( যা ১টিই আছে)।