১ মৌলিক সংখ্যা নয়।
সকল মৌলিক সংখ্যা দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়। ১ এর জন্য, ধনাত্মক ভাজক বা গুণনীয়ক সংখ্যা শুধুমাত্র একটি অর্থাৎ ১ নিজেই। ১-কে আগে কিছু গণিতবিদ মৌলিক সংখ্যা হিসাবে বিবেচনা করতেন, কিন্তু এই নিয়ম পাটিগণিতের কিছু মৌলিক সূত্রে জটিলতা তৈরি করে। তাই আধুনিক সংজ্ঞানুসারে ১ মৌলিক সংখ্যা নয়।