নদীর প্রবাহ আর জীববৈচিত্র্যের জন্য আপনি পিলার যত কম দিবেন তত ভাল। কিন্তু পিলার কমাতে গেলে স্প্যানের পিছে খরচ বাড়ে। তাই হিসাব করে অপটিমাল স্প্যান লেংথ নেয়া হয়। ১৫০মিটার স্প্যান দুই ভাবে করা সম্ভব ছিল, ১|স্টিলের স্প্যান বানিয়ে, ২|পায়রা সেতুর মত ঝুলন্ত ভাবে। পদ্মা যেহেতু রেল আর রোড দুটোই করা হয়েছে, রেলের সুবিধার জন্য স্টিলের স্প্যান ব্যাবহার করা হয়েছে।
~সৈয়দ শাফিন আহসান