পদ্মাসেতুর উপরের রেলিংয়ের কিছু নাট টাইট না বরং লুজ ফিটিং দেওয়া থাকে,যে নাট গুলা চাইলেই হাত দিয়েই খোলা যায়। এটাই ইঞ্জিনিয়ারিং, এইগুলাকে স্লিপ ক্রিটিকাল জয়েন্ট বলে, এই নাটগুলা ঢিলা রাখার অন্যতম কারণ ভুমিকম্পের সময় যে টান পড়ে তা যেন জয়েন্ট গুলা সহ্য করতে পারে। কম্পনের সময় নড়লে চাপ কম পড়বে, কিন্তু স্টিল স্ট্রাকচার ভাঙবে না কিংবা বাকা হবেনা।তবে এইগুলা হাত দিয়ে খুলা রাষ্ট্রবিরোধী কাজ।