টর্চ থেকে নির্গত আলো বাতাসের মধ্য দিয়ে যাবে ৷ বায়ুশূন্য স্থানে আলোর যা বেগ, বাতাসে তার চেয়ে সামান্য কম হবে ৷
শূন্য মাধ্যমে বেগ = 29,97,92
458 কিমি/সে
বায়ুতে আলোর বেগ = 29,97,02.547 কিমি/সে
তাই টর্চ, বৈদ্যুতিক বাল্ব, আগুন এই সব থেকে নির্গত আলোর বেগ হবে 29,97,02.547 কিমি/সেকেন্ড কারণ এই তিন ক্ষেত্রেই আলো বাতাসের মধ্য দিয়ে যাচ্ছে ৷
- রাশিক আজমাইন