Adulthood বা সাবালকত্ব বলতে মানুষের জীবনকালের এমন একটা পর্যায় বুঝায় যখন পুরোপুরি শারীরিক ও মানসিক পরিপক্বতা এসে যায়। Adulthood দুই ধরনের হতে পারে।
Biological Adulthood & Legal Adulthood। Biologically একজন মানুষ ১৮ বছর বয়সে পুরোপুরি বিকশিত হয়না। মস্তিষ্ক বিকাশ হয়ে পূর্ণবয়স্ক হতে সময় লাগে ২৫ বছর পর্যন্ত। Legally একজন মানুষ প্রাপ্তবয়স্ক বলতে বুঝায় আপনার ভোট দেওয়া, বিয়ে ইত্যাদি কাজ স্বাধীনভাবে করতে পারেন।
আন্তর্জাতিকভাবে প্রাপ্তবয়স্ক মানুষের বয়সের রেঞ্জ ১৫ থেকে ২১ বছর এর মধ্যে। ভিন্ন ভিন্ন দেশে প্রাপ্তবয়স্কতার বয়স ভিন্ন ভিন্ন। যেমন : বাংলাদেশ, ভারত, চীন দেশে প্রাপ্তবয়স্ক হয় ১৮ বছর বয়সে। অন্যদিকে নাইজেরিয়া, মালি, কঙ্গোতে প্রাপ্তবয়স্ক হয় ১৫ বছর বয়সে।
- নিশাত তাসনিম