পায়খানার বেগ আসার পুরো প্রক্রিয়াটি শুরু হয় 'বৃহদন্ত্রের দেওয়ালে থাকা স্নায়ুকোষগুলো (Myentric nerve plexus) উত্তেজিত' হওয়ার ফলে৷ সিগারেট খেলেে আপনার শুধু বৃহদন্ত্রের এই স্নায়ুকোষগুচ্ছ (Myentric nerve plexus) উত্তেজিত হয়; মলাশয় মল দ্বারা পূর্ণ থাকুক বা আংশিক পূর্ণ থাকুক৷ শুধু বৃহদন্ত্রের নয়, বরং প্রায় পুরো শরীরের স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়৷ ফলে আপনি মানসিকভাবে খুশি/ভালো (Euphoria) অনুভব করেন৷ সিগারেটে থাকা নিকোটিনের প্রভাবেই এই প্রক্রিয়াটি হয়ে থাকে৷
নিকোটিনের প্রভাবেে যখন Myentric nerve plexus উত্তেজিত হয়, তখন উপরে বর্ণিত প্রক্রিয়ায় আপনার পায়খানার বেগ দেয়৷
কিন্তু, এতে খুশি হওয়ার কিছু নেই যে আপনার পায়খানা ঠিক মতো হয়না, সিগারেট খাওয়ার পর তা খুব ভালোভাবে হচ্ছে এবং আপনার পেটটা খালি হয়ে যাচ্ছে এবং আপনি স্বস্তি অনুভব করছেন৷ বরং, এটা খুব ভয়ানক জিনিস!
কারনটা হচ্ছে, যেকোনো মাদকের একটি বৈশিষ্ট্য হল শরীরে এরপ্রতি সহনশীলতা (Tolerance) তৈরী হওয়া৷ অর্থাৎ, মাদক ব্যবহারের ফলে আপনার শরীরে শুরুর দিকে যে পরিমাণ উত্তেজনা/আনন্দ অনুভব হতো, এখন আর ততটা হয়না৷ আস্তে আস্তে আপনার উত্তেজনা আরো কমে যাবে! বিশ্বের সকল মাদকসেবীর জন্য এটা প্রযোজ্য৷ ফলে, আগে যেখানে একটা সিগারেট দরকার হতো, এখন সেখানে দিনে ৫টা সিগারেট আপনার দরকার হবে৷ দুই বছর পর আপনার দিনে ১০ টা সিগারেট দরকার হবে একই পরিমাণ সুখ ভোগ করার জন্য! একটা সময় আসবে যখন ১০০ সিগারেট খেয়েও আগের মত সুখ পাবেননা৷ আপনার শরীর নিকোটিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলবে৷
আপনার পায়খানার বেগ দেওয়ার বেলাতেও একই নিয়ম প্রযোজ্য৷ একটা সময় দেখবেন সিগারেট খেয়েও আপনার পায়খানা ক্লিয়ার হচ্ছেনা! অথচ, আজ হয়তো একটা/দুইটা সিগারেট আপনার সারাদিনের পায়খানা ক্লিয়ার করে দিচ্ছে৷ আমার নিজের বন্ধু রয়েছে, যে একজন চেইন স্মোকার এবং সে নিজেও একই অভিজ্ঞতার কথা আমাকে বলেছে! সে এখন কোষ্ঠকাঠিন্য (Constipation) রোগে ভুগছে! সুতরাং, যদি এমন কিছুু থেকে থাকে, তবে মাদক/নেশাই পৃথিবীর একমাত্র জিনিস, যার কোনো উপকারিতাই নেই!
লেখকঃ- নাইমুল মুসফিক
ইন্টার্ন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।