মাদার'স হরলিক্স মূলত DHA, Choline, আয়োডিন, ম্যাগনেসিয়াম, জিংক ইত্যাদি থাকে যা মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশুর মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে। এছাড়াও এতে ভিটামিন বি১, বি২, বি৬, বি১২, আয়রন, সেলেনিয়াম থাকে যা মাতৃদুগ্ধ এর গুণমান উন্নত করতে সহায়তা করে। মাদার'স হরলিক্স উচ্চ প্রোটিন সমৃদ্ধ হয় এবং এতে অ্যামাইনো এসিড, মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায়। জন্মের পর প্রথম ৬ মাস একটি নবজাতক শিশু পুষ্টির জন্য পুরোপুরি মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে। নতুন মা শিশুর পুষ্টির চাহিদা মিটাতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গ্রহণ করা প্রয়োজন, তার জন্য মাদার'স হরলিক্সে প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা মা ও শিশু উভয়ের জন্য উপকারী।
ছেলেরা মাদারস হরলিক্স খেলে খারাপ বা বিপরীত কিছু ঘটবেনা। নারীদের দেহে পুরুষদের তুলনায় ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি বেশি থাকে তাই মাদার'স হরলিক্স মূলত ক্যালসিয়াম, আয়রন এর মতো প্রয়োজনীয় পুষ্টির উপর জোর দিয়ে তৈরি করা হয়। পুরুষদের ক্যালসিয়াম, আয়রণ ও অন্যান্য পুষ্টি উপাদানের প্রয়োজন নেই বিষয়টা এমনও নয়, তাই মাদার'স হরলিক্স খেলে ছেলেদের তেমন ক্ষতি হবেনা।
- নিশাত তাসনিম