হ্যাঁ হয়। কিন্তু অন্যান্য গাছের থেকে তফাৎ হল, বাঁশ গাছে ফুল ধরলে তার অন্তিম সময় উপস্থিত অর্থাৎ বাঁশ গাছ মরে যায়। আরেকটা কথা হল, বাঁশ গাছের নিচে অর্থাৎ মাটির তলায় একরকম জিনিস হয়, যাকে গ্রামের লোকেরা বলে কুদুঁক বা কুরুঁক। এটা বাঁশ গাছের ফল কিনা বলতে পারব না, কিন্তু এই কুড়ুঁক অনেকে রান্না করে খায় এবং তা খেতেও নাকি বেশ ভালো লাগে। যাই হোক, বাঁশ গাছে ফুল যে হয় তা নিশ্চিত্। এই ফুল নাকি উচ্চ প্রোটিন যুক্ত এবং তা খেয়ে ইঁদুর ব্যাপক হারে বংশ বৃদ্ধি করে যা সমাজের কাছে মোটেই গ্রহণ যোগ্য হওয়া উচিত নয়, কারণ এতে প্লেগ রোগের বিস্তার হয় এবং তা মহামারীর আকার নিতে পারে। মোট কথা, বাঁশ গাছে ফুল হওয়া কোন ভাল লক্ষণ নয়