পেঁপের ভিতর পূর্ণাঙ্গ পেঁপে কোনও অবাক করার মতো ঘটনা নয়। এটাকে বলা হয় ফ্রুট ডিফর্মেশন। ফুলের পুংকেশর ও গর্ভকেশরের গঠনগত বিচ্যুতির ফলেই এই ধরণের ঘটনা ঘটে থাকে। পুংকেশরের এই ধরনের অস্বাভাবিক আচরণকে বলা হয় পুংকেশরীয় গর্ভপত্রায়ণ। পরিবেশগত কারণে মাটি এবং বায়ুমণ্ডলের আদ্রতা উচ্চহারে বৃদ্ধি পেলে মাটিতে নাইট্রোজেনের আধিক্য ঘটে। তখনই পেঁপে ফুলের মোট ১০টি পুংকেশরের মধ্যে কয়েকটি গর্ভপত্রে রূপান্তরিত হয়ে প্রধান ডিম্বাশয়ের গায়ে অবিচ্ছিন্নভাবে যুক্ত হয়ে যায়। এর ফলেই ফলের গঠনগত পরিবর্তন (ফ্রুট ডিফর্মেশন) দেখা যায়।
তথ্যসূত্র : ইন্ডিয়া টাইমস