গায়ে রোদ লাগলে মানুষ কালো হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে মেলানিন। মেলানিন এক ধরনের রঞ্জক পদার্থ যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরী হয়।যার ত্বকে মেলানিনের পরিমান যত বেশি সে তত বেশি কালো হয়।। আমাদের দেহে যখন রোদ পরে তখন সূর্যের অতিরিক্ত বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্য ত্বকের মেলানোসাইট কোষ মেলানিনের উৎপাদন বাড়িয়ে দেয় যা স্ক্রিন ক্যান্সারের ঝুঁকি কমায়। মেলানিনের পরিমান বেড়ে যাওয়ার কারণে মানুষ ধীরে ধীরে কালো হতে থাকে।
তবে যারা তীব্র রোদে কাজ করেন তারা সূর্যের অতিবেগুণী রশ্মি থেকে বাঁচার জন্য বাজারে বিভিন্ন রকমের যে সানস্ক্রিন পাওয়া যায় চাইলে সেগুলো ব্যাবহার করতে পারেন।
Shah Reyajur Rahman Raj (টিম সায়েন্স বী)