রােদে খুব বেশি ঘােরাঘুরি করলে গায়ের রঙ তামাটে হয়ে যায়। অনেক বিদেশি আবার ত্বকের সাদা রঙে তামাটে ভাব আনতে সূর্যস্নান করেন। আমাদের ত্বকে যে মেলানিন আছে তা সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের অন্ত-স্তরকে বাঁচায়। মেলানিন থাকে বহির্ত্বকের ভেতরের স্তরে। রােদের হাত থেকে ত্বককে বাঁচানাের জন্যে মেলানােসাইট নামে যে কোষ মেলানিন তৈরি করে, তারা মেলানিন তৈরির হার বাড়িয়ে দেয়। তা ছাড়া রােদের প্রভাবে এ রঞ্জক কণাদের রঙ আরাে গাঢ় হয়। তাই গায়ের রং তামাটে হয়ে যায়। এভাবে রঙ তামাটে করাকে বলা হয় সান ট্যানিং।