ব্ল্যাকহোলের ঘটনা দিগন্তের(Event Horizon) মধ্যে থাকা কোনো বস্তু আমরা দেখতে পারিনা।কারণ এই সীমানার ভেতর প্রবেশ করলে সবকিছু ব্ল্যাকহোলের মধ্যে চলে যায়।কিন্তু কোনো বস্তু যখন ব্ল্যাকহোলে পতিত হয়,সেটা কখনোই সরলরেখা বরাবর গিয়ে ব্ল্যাকহোলে প্রবেশ করেনা।মহাবিশ্বের সবকিছুই চলমান,এই বস্তুগুলোও।এগুলো প্রথমে ব্ল্যাকহোলের চারপাশে প্রচন্ড গতিতে ঘুরতে থাকে,ধীরে ধীরে ব্ল্যাকহোলের নিকটে যেতে থাকে,ঘটনা দিগন্তের ভেতর চলে গেলে তখন ব্ল্যাকহোল একে গ্রাস করে।
ব্ল্যাকহোলে পতিত হওয়ার পূর্বে চারপাশে উচ্চ গতিতে ঘোরার সময় এগুলো অন্যান্য ঘূর্ণায়মান বস্তর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং প্রচন্ড তাপ ও আলো সৃষ্টি হয়।তাই আমরা এই অংশকে উজ্জ্বল দেখি।ঘটনা দিগন্তের বাইরে এই উজ্জ্বল অংশকে বলা হয় 'অ্যাক্রিশন ডিস্ক'।এটা অনেক বড় অঞ্চল জুড়ে থাকে।
যেমনঃ মিল্কিওয়ের কেন্দ্রে থাকা Sagittarius A* এর অ্যাক্রিশন ডিস্ক অঞ্চলটি আমাদের সৌরজগতের ব্যাসের চেয়েও কয়েকগুণ বড়।
আমরা ব্ল্যাকহোলের ছবিতে মূলত এই অ্যাক্রিশন ডিস্কটি দেখতে পাই।যেহেতু এটা ব্ল্যাকহোলের চারপাশে থাকে,তাই খুব সহজেই এর মধ্যে থাকা অন্ধকার অঞ্চলটুকু যে ব্ল্যাকহোল এটা চিহ্নিত করা যায়।
Source:
https://www.nasa.gov/image-feature/photographing-a-black-hole
https://astronomy.com/news/2022/05/what-makes-supermassive-black-holes-like-sagittarius-a-shine