হ্যা এটা সত্যি।
আসলে আমরা পৃথিবীতে যখন থাকি তখন পৃথিবী আমাদের তার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে ধরে রাখে। যার প্রভাব আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গেও পড়ে। যখন মহাশূন্যে যাওয়া হয় তখন এই মাধ্যাকর্ষণ শক্তি থাকে না। ফলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে কোন চাপ না থাকায় এগুলা তাদের স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে থাকে। মানে ধরেন শরীরের বিভিন্ন জয়েন্টের অঙ্গ গুলো চেপে না থেকে হালকা ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থানে আসে। আর এভাবে কেউ যদি কিছুদিন মহাশূন্যে থাকে তাহলে সে ১/২ ইঞ্চি লম্বা হতে পারে। কিন্তু তারমানে এই না যে মহাশূন্যে একদিন থাকলেই ১/২ ইঞ্চি লম্বা হয়ে যাবে!