সাধারণত সূর্যের ভরের ২০ গুণ বা তার বেশি ভরের কোনো তারা তার জ্বালানি শেষ করলে সেটা ব্ল্যাকহোলে পরিণত হয়। এটি হলো বৃহৎ আকৃতির তারা হঠাৎ করে সংকোচিত হতে শুরু করে। এবং এক পর্যায়ে একটি নিদিষ্ট সীমা অতিক্রম করার পর স্থানকালের বক্রতা অসীম হয়ে যায়। এমতাবস্থায় আলোও সেখান থেকে ফিরে আসতে পারে না।
এবার আসা যাক নিউট্রনস্টারের বিষয়ে। সূর্যের ভরের ৮ থেকে ২০ গুণ ভরের কোনো তারা তার জ্বালানি শেষ করলে এ তারাটিরও সংকোচন ঘটে। তবে তা ব্ল্যাকহোলে পরিণত হতে পারে না। বরং সংকোচনের কারণে তার ভেতরের পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। এর জন্য প্রোটন আর ইলেকট্রন যুক্ত হয়ে নিউট্রন এবং নিউট্রিনো উৎপন্ন করে। নিউট্রিনো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং নিউট্রন অবশিষ্ট থাকে। তাই একে নিউট্রন স্টার বলে। এটি মহাবিশ্বর সবচেয়ে উচ্চ চাপ ও ঘনত্বের, সবচেয়ে মসৃণ, সবচেয়ে শক্তিশালী চুম্বকীয় বস্তু। মোট কথা এটি অনেক ভয়ংকর সুন্দর একটা বস্তু।
আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। বিস্তারিত জানতে ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে, তা দেখতে পারেন।