অক্সিজেনের উপস্থিতি আছে তো আগুন জ্বলবে। আর বাতাসে অক্সিজেন আছেই। স্বাভাবিক ভাবে আমরা আগুন নেভাবে পানি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে হয় কি, পানির লেয়ার আগুনের চারপাশে থেকে বাতাসের প্রবাহ বন্ধ করে দেয়। এছাড়াও আগুন নেভাবে অনেক ক্ষেত্রে জিংক বা বালু বা মোটা কোন কিছুর লেয়ার ব্যবহার করা হয়। সেজন্য অক্সিজেনর অনুপস্থিতিতে আগুন নিভে যায়। আমরা সবাই পানির রাসায়নিক ফরমুলা জানি, সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এখন যদি সূর্যে পানি ঢলেন তখন সূর্যের প্রবল উত্তাপে পানির অক্সিজেনের সাহায্য নিয়ে সূর্য তোহ্ জমজমাট। বাকিটা আন্দাজ করে নিন যে, কি পরিমানে দানবীয় আকার ধারণ করবে এই সূর্য। অর্থাৎ, স্বাভাবিক অর্থে পানি ঢেলে একে নিঃশেষ করা তো দূরের কথা বরং এর শক্তি আরও বিপুল পরিমান বেড়ে যাবে।
- সাদমান