সূর্য জ্বলে নিউক্লিয়ার ফিউশন এর মাধ্যমে। সাধারণত আগুনে (দহন বিক্রিয়া গঠিত ) যদি পানি দেওয়া হয় তাহলে দহন বিক্রিয়া ঘটিত সে আগুন থেকে পানি তাপ শোষণ করে নেয় ফলে আগুনটা নিভে যায় । এছাড়াও পানি দেওয়ার ফলে দহন বিক্রিয়ার জন্য প্রয়োজন অক্সিজেন পায় না তাই আগুন নিভিয়ে যায়। কিন্তু সূর্যের ক্ষেত্রে ঘটে এর উল্টাটা। সূর্যের ভর এত বেশি এবং মধ্যবর্তী তাপ বেশি যে এটি যেকোন বস্তুকে বাষ্পে পরিণত করে দিতে পারে। এতে করে পানিতে থাকা একটা অক্সিজেন এবং হাইড্রোজেনকে ব্যবহার করে সূর্য আরো বেশি জ্বলে উঠবে কারণ আর সূর্যের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে । নিউক্লিয়ার ফিউশন এর মাধ্যমে সূর্য হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত কর। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনে মূলত হাইড্রোজেনের দুটি আইসোটোপ ডিউটেরিয়াম, ট্রিটিয়াম ব্যবহার করা হয়। নিয়ন্ত্রিত বিক্রিয়ায় এই হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয় এবং নিউক্লিয়াস থেকে নিউট্রন নির্গত হয়। এই নিউট্রনকে তাপ উৎপাদনে ব্যবহার করা হয়।
তাই পৃথিবীতে অবস্থিত ট্রিলিয়ন ট্রিলিয়ন টন পরিমাণ পানি যদি সূর্যের উপর ঢেলে দেওয়া হয় তাহলে সূর্যের নিভবে না তো বটেই বরং আরো বেশি জ্বলে উঠবে।