সূর্যের আলো থেকে আমরা সৌরবিদ্যুৎ উৎপাদন করতে পারি। কারণ, সূর্যরশ্মি সরাসরি পৃথিবীতে আসে। কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের আলো সূর্যালোকের প্রতিফলিত রশ্মি। এর তীব্রতা খুবই কম। তাই শক্তির পরিমাণও অত্যন্ত কম। এজন্য লাভজনকভাবে এ শক্তি কাজে লাগানো সম্ভব নয়, যা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু চাঁদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেই বিদ্যুৎ যদি বিদ্যুৎ–চুম্বকীয় তরঙ্গের রূপে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করা যায়, তাহলে একঅর্থে পরোক্ষ উপায়ে চাঁদের আলো থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। অবশ্য এটা খুব জটিল প্রযুক্তির ব্যয়বহুল প্রকল্প হবে।
Md Maidur Islam
SCIENCE BEE