এটা Coanda Effect এর উদাহরণ। এক্ষেত্রে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ বস্তুটিকে নিম্নমুখী অভিকর্ষ বলের প্রভাবে পড়ে যাওয়া থেকে আটকায়। এখন প্রশ্ন জাগতে পারে বলটি এক জায়গায় স্থির থাকে কিভাবে?
আমরা জানি ,কোন বস্তু ভাসমান অবস্থায় এক জায়গায় স্থির তখনই থাকবে যখন বস্তুটির ওপর ক্রিয়ারত মোট বলের সমষ্টি শূন্য হবে। ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ বস্তুটির নিম্ন পৃষ্ঠে বাধা পেয়ে , পাশ কাটিয়ে প্রবাহিত হবার সময় পরিবাহীর একটি বিশেষ ধর্ম ভিসকোসিটি বা সান্দ্রতার দরুন তা গোলাকার বস্তুটির সংলগ্ন বায়ুকে সঙ্গে নিয়ে প্রবাহিত হয় । এতে বস্তুটির পাশে একটি ছোট এয়ার পকেট তৈরি হয় , যা নিম্নচাপ যুক্ত অঞ্চলের সৃষ্টি করে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহকে নিজের দিকে বাঁকিয়ে বস্তুটির ডানে-বামে নড়াচড়া কে বাধা দেয় । এভাবে বস্তুটির ওপর ক্রিয়ারত মোট বলের সমষ্টি শূন্য হয় এবং বস্তুটি শুন্যে ভেসে থাকে ।
লিখেছেন: মোঃ গালীব হাসান