কোন বস্তুকে কীভাবে শূন্যে ভাসিয়ে রাখা যায়?
আমাদের প্রায় সকলেরই জানা আছে যে,অভিকর্ষ বলের কারণে কোন বস্তুকে শূন্যতে ছেড়ে দেওয়া হলে উল্লিখিত বলের প্রভাবে সেটি ভূপাতিত হবে।তবে কিছু বৈজ্ঞানিক উপায়ে কোন নির্দিষ্ট বস্তু বা উপাদানকে শূন্যতে ভাসিয়ে রাখা সম্ভব।
বহু যুগ ধরেই যাদু নাম করে কতিপয় লোকজন কর্তৃক কিছু কৌশল অবলম্বন করে কোন বস্তুকে শূন্যতে ভাসিয়ে রাখার বিষয়টি দেখিয়ে যাচ্ছে।
বাস্তব জীবনে আমরাও কিছু বৈজ্ঞানিক উপায়ে এসব করতে পারি।একে বলা হয় লেভিটেশন। এই প্রক্রিয়ায় যেকোন মাধ্যমে একটি বস্তু কোন প্রকার শারীরিক যোগাযোগ ছাড়াই একটি স্থিতিশীল অবস্থানে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করে। লেভিটেশন বিভিন্ন ধরনের হতে পারে।তবে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
১)অ্যাকোস্টিক বা শাব্দিক লেভিটেশন
২)অ্যারোডাইনামিক লেভিটেশন
৩)হাইড্রোডাইনামিক লেভিটেশন
৪)চুম্বকীয় লেভিটেশন
৫)কোয়ান্টাম লেভিটেশন
উল্লিখিত লেভিটেশন এর মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে হাইড্রোডাইনামিক এবং চুম্বকীয় লেভিটেশন।হাইড্রোডাইনামিক প্রক্রিয়ায় পানির প্রবাহকে কাজে লাগিয়ে কোন বস্তুকে শূন্যতে ভাসিয়ে রাখা সম্ভব। চুম্বকীয় প্রক্রিয়ায় বিষয়টি হচ্ছে চুম্বকের দুই মেরু নিয়ে।আমরা জানি যে,চুম্বকের দুই বিপরীত মেরু একটি অপরটিকে আকর্ষণ করে এবং সমমেরু বিকর্ষণ করে।আর এই বিকর্ষণ শক্তিকে ব্যবহার করে বস্তুকে শূন্যতে ভাসিয়ে রাখা সম্ভব।তাছাড়াও চুম্বক ব্যবহার করে অন্য প্রক্রিয়ায় বস্তুকে শূন্যতে ভাসিয়ে রাখা সম্ভব সেই প্রক্রিয়া হচ্ছে কোয়ান্টাম লেভিটেশন।এই প্রক্রিয়ায় বিদ্যুৎ পরিবহন করে এমন কোন পদার্থকে অতিরিক্ত ঠান্ডা করে একটি চুম্বকের উপর রাখলে সেটি সেই চুম্বকের উপর ভেসে থাকবে।এমনকি সেই বস্তুটি চুম্বকের উপর চলাচল করতেও সক্ষম। শব্দের মাধ্যমে কোন বস্তুকে শূন্যতে ভাসিয়ে রাখা হচ্ছে অ্যাকোস্টিক লেভিটেশন।তবে এই প্রক্রিয়ায় কোন ভারী বা বড় বস্তুকে ভাসিয়ে রাখতে সক্ষম নয়।অ্যারোডাইনামিক লেভিটেশন এর ক্ষেত্রে কোন শারীরিক সংস্পর্শ ছাড়া শুধু গ্যাসের চাপ ব্যবহার করে কোন বস্তুকে শূন্যতে ভাসিয়ে যায়।
Shah Sultan Nur
Source : Wikipedia,BYJUS