নিশাত তাসনিম : কোনো মাধ্যমে ধূলাবালি, ধোঁয়া, মৃতকোষ ইত্যাদি থাকলে আলোকরশ্মিতে বিক্ষেপ হয় যার ফলে আমরা সূর্যের আলো বা টর্চের আলোতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখতে পাই। Tyndall Effect বলে একে। কণার আকার বা ব্যাস আলোর তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি হলে আলো কণার সংস্পর্শে বিচ্ছুরিত হয়। কণার ব্যাস প্রায় ৪০ ন্যানোমিটার থেকে ৯০০ ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য ৪০০-৭৫০ ন্যানোমিটার এর প্রায় কাছাকাছি। এক্ষেত্রে বলা যায় আলো যে মাধ্যমে বিচ্ছুরিত হয়েছে সেই মাধ্যম Colloidal, অর্থাৎ মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কণা (ধূলা, পানির কণা) উপস্থিত। আলো এই মাধ্যমে সরাসরি প্রবাহিত হতে পারেনা, বিধায় মাধ্যমের ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিচ্ছুরিত হয়।
Tyndall Effect Seen In Nature :