Nishat Tasnim
বেলুন ফাটলো অথচ কোনো শব্দ হলো না, এমনটা হয়নি। আসলে বাতাসে একটা তরঙ্গের সৃষ্টি হলে আমরা শব্দ শুনতে পাই। অন্যকথায়, বাতাসে তরঙ্গই আসলে শব্দ। পুকুরে ইট ছুঁড়লে পানিতে যেমন ঢেউ ওঠে, তেমনি শব্দ হলো বাতাসের ঢেউয়ের মতো। ফোলানো বেলুন ভেতরের বাতাসকে বাইরের বাতাস থেকে আলাদা করে রাখে। বেলুনের ভেতরের বাতাসের চাপ বাইরের থেকে অতিরিক্ত বেশি হয়। তাই বেলুনের ভেতরের বাতাস সব সময়ই বাইরে আসতে চেষ্টা করে। বেলুন যখন ফাটে তখন বেলুনে আটকে থাকা বাতাস একসাথে আচমকা বাইরে বেরিয়ে আসে। এজন্য এ সময় বাইরের বাতাসের ওপর বেলুনের ভেতরকার বাতাসের অতিরিক্ত চাপ এসে পড়ে। ফলে তা আশপাশের বাতাসে বেশ জোরে ধাক্কা দেয়, যা বাতাসে এক জোরালো ঢেউ বা তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গ বা ঢেউই আমাদের কানের পর্দায় এসে ধাক্কা দেয় এবং শব্দের অনুভূতি জাগায়।
তথ্যসুত্রঃ- বিজ্ঞান চর্চা