কম্পন সৃষ্টি হলেই শব্দ হবে। মহাকাশেও যদি দুটি বস্ত ঘষা খায় তখনও কম্পন সৃষ্টি হবে, শব্দও সৃষ্টি হবে।
কিন্তু প্রশ্ন হলো আপনি তা শুনতে পাবেন কি না।
শব্দ শুনার জন্য সৃষ্ট কম্পন আমাদের কানে পৌছাতে হবে। আর কম্পন আমাদের কানে পৌঁছানোর জন্য প্রয়োজন মাধ্যম(বায়ু, পানি, কঠিন পদার্থ ইত্যাদি)। মহাকাশে যেখানে বস্তুগুলো ঘষা খেলো আর আমাদের কানের মাঝে যদি কোন মাধ্যম না থাকে তবে কম্পন আমাদের কানে পৌঁছাবে না আর আমরা শব্দও শুনতে পাবো না।