শব্দ হলো এক প্রকার তরঙ্গ। পদার্থের কম্পনের ফলে শব্দের সৃষ্টি। যখন কোনোবস্তু কাঁপে বাতাস বা অন্য কোনও মাধ্যমে কণা গুলোর পর্যায়ক্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর যখন কোনো বস্তু ঘষা খায় তখন ওই পদার্থের এবং আশে পাশের বাতাসের কণাগুলো আন্দোলিত হয় বলে শব্দের উৎপাত্তি ঘটে।