আর কিছুতেই চোখ মেলে তাকিয়ে থাকতে পারছেন না, চোখ জ্বলে খুব পানি পড়ছে। মনে হচ্ছে সারাক্ষণ চোখ বন্ধ করে থাকি বা ঘুমিয়েই থাকি। কিন্তু এই চোখ জ্বলা থেকে বাঁচতে সারাক্ষণ চোখ বন্ধ করে রাখলেই কি হবে?
হবে না। এই চোখজ্বালা করা সমস্যাটি আমাদের অনেকেরই হয় নিয়মিত। বিশেষ করে টানা কোনো কাজ যদি আপনি কোনোদিকে তাকিয়ে থেকে করেন সেক্ষেত্রে চোক জ্বলে। কাজে কিছুতেই মন দেওয়া যায় না। জেনে নিন চোখ জ্বালাপোড়ার আদ্যপান্ত-
চোখ জ্বালাপোড়া কেন করে
চোখের স্বাভাবিক আর্দ্রতা কমে গেলে অর্থাৎ চোখ শুষ্ক হয়ে পড়লে চোখে জ্বালাপোড়া হয়ে থাকে। একটানা দীর্ঘসময় কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকলে এমন সমস্যা হতে পারে। আবার ঘরে বা কর্মক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চলতে থাকলে সেখানে যাঁরা দীর্ঘসময় অবস্থান করেন, তাঁদেরও চোখ শুষ্ক হয়ে যাওয়ার ফলে এ ধরনের সমস্যা হতে পারে। আবার চোখে ধুলোবালি জাতীয় কিছু পড়লেও চোখে জ্বালা করতে পারে। চারপাশের পরিবেশে এমন অনেক কিছুই আছে, যা চোখের সংস্পর্শে এলে চোখ জ্বালাপোড়া করাটা খুবই স্বাভাবিক। যেমন গাড়ি, চুলার ধোয়া চোখে সরাসরি গেলে চোখ জ্বলা শুরু হয়।