সুইমিংপুলে গোসল করলে চোখ লালচে হয়ে জ্বালাপোড়া করে কেন?
সুইমিং পুলের পানিতে থাকা বিভিন্ন জীবাণু মারার জন্য ক্লোরিন মেশানো হয়। এতে পানিতে হাইপোক্লোরাস এসিড ( দুর্বল এসিড) তৈরী হয় যা সালমোনেলা এবং E.coli সহ বিভিন্ন ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে। আবার, অনেকে পুলের পানিতে ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃত প্রস্রাব করে। মূত্রে রয়েছে নাইট্রোজেন। যখন মূত্রের নাইট্রোজেন এবং পুলের পানির ক্লোরিন মিশ্রিত হয়, তখন ক্লোরামিন (Chloramine) নামক যৌগ তৈরী করে। এটিই মূলত চোখ লাল হওয়া এবং জ্বালাপোড়া অনুভূতি তৈরী করার জন্য দায়ী।
সংগৃহীত