যেভাবে মেলানোসাইট ট্রান্সপ্লানটেশন করা হয়:
হাঁটুর উপরের অংশ (থাই) হতে লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে অল্প পরিমাণ স্কিন (৫x২ সে.মি) নিয়ে ত্বক হতে মেলানোসাইট পৃথক করা হয়। শ্বেতীর সাদা দাগকে কয়েকটি ভাগে ভাগ করে বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে মেলানোসাইটকে হালকাভাবে বসিয়ে দেওয়া হয়। ৭-৯ দিন পর ব্যান্ডেজ খুলে ফেলা হয়।