ঘোড়ার শরীর অনেক ভারী হয়ে থাকে। এটি যদি বসে ঘুমাতে চায় তাহলে তার শরীরের ভেতরের অঙ্গগুলোর ওপরে শরীরের ভার এর জন্য অনেক বেশি চাপ পড়ে। এতে ঘোড়ার বসে বা শুয়ে ঘুমাতে অনেক অস্বস্তি বোধ হয়। আবার ঘোড়ার মেরুদন্ড সোজা হওয়ায় এর বসতে বা শুতে অনেক সময় লাগে।এই জন্যই সাধারণত ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়।