চলন্ত বাসে বাসের সাপাক্ষে বাসের ভিতরের সব কিছুই স্থির থাকে যদি না বাহ্যিক কোন শক্তি ব্যাঘাত না ঘটায়। চলন্ত বাসে আপনার সাপেক্ষে আপনার বন্ধু যেমন স্থির তেমনি আপনার বা আপনার বন্ধুর সাপেক্ষে মশাও স্থির(মশার নিজস্ব গতিতে)। সুতরাং মাটিতে যেমনভাবে মশা আপনাকে কামড়াতে পারবে, চলন্ত বাসেও মশা আপনারে সেভাবেই কামড়াতে পারার কথা।
কিন্ত প্রকৃতপক্ষে তা হয় নাহ, এক্ষেত্রে মশা কে একটু বেশি বেগে নিজের ভারসাম্য রক্ষা করতে হয়। কারণ বাসের মধ্যে যে বাতাস আছে তা বাসের সাপেক্ষে আপতত স্থির হলেও চলন্ত বাসে তা স্থির নয়।। কারণ জানালা বা কোন ফাকা স্থান দিয়ে পৃথিবীর সাপেক্ষে স্থির বা গতিশীল বাতাস বাসের মধ্য প্রবেশ করে বাসের সাপেক্ষে স্থির বাতাসকেও গতিশীল করে তোলে। এক্ষত্রে মশাকে ওই লব্ধি বাতাসের বিপরীতে নিজের ভারসাম্য রক্ষা করে আপনাকে কামড়াতে হবে। যা মশার পক্ষে কষ্টসাধ্যই হবে। এখন আপাতত মশা পিছনে ধাক্কা খায় না, এর কারন দুইটা বলা যায় এক মশা লব্ধি বাতাসের মধ্যে নিজের ভারসাম্য রক্ষা করে রাখছে নতুবা বাসের সব দরজা জানালা বন্ধ আছে। এখন বাসটি যদি হটাৎ খুব জোরে চলা শুরু করে তবে কিন্তু মশার চেয়ে আপনার ধাক্কা খাওয়ার সম্ভবনা বেশি। কারণ মশার চেয়ে আপনার ভর বেশি তথা এখানে ভরভেগ বাবাজীর কারসাজি আছে।
সংগৃহিত