ভাল্লুক চার পায়ে হাটলেও অনেক সময় দুই পায়ে দাড়িয়ে থাকতে দেখা যায়, তাদের এই আচরণের মূল কারণ হলো শিকারের খোজ করা বা দূরে দেখা। কিন্তু তারা সবসময় দুই পায়ে হাটতে পারে না কারণ এটা তাদের বৈশিষ্ট্যের অংশ নয়। যেমন ধরি মানুষ চেষ্টা করলেই চার পায়ে হাটতে পারে কিন্তু তারা সবসময় চার পায়ে হাটে না, ঠিক একই কারণ ভাল্লুকের ক্ষেত্রে প্রযোজ্য।