ছোটবেলা ভাল্লুক আর দুই বন্ধুর গল্প প্রায় সবাই পড়েছি। সেই গল্প থেকে আমরা শিক্ষা পেয়েছি কোনভাবে ভাল্লুকের আক্রমণের শিকার হলে মৃতের মতো ভান করে শুয়ে থাকতে হবে, কারণ ভাল্লুক মৃত প্রাণী স্পর্শ করেনা। আসলেই কি তাই?
ভাল্লুকের প্রজাতির উপর নির্ভর করে ভাল্লুক আক্রমণ করবে কিনা। বাদামী বা ছাইরঙের ভালুক নিজের সন্তান ও এলাকার নিরাপত্তার ঝুঁকি মনে করলে গর্জন করে আপনাকে দূরে সরিয়ে দিতে চাইবে। তাও যদি সে বিপদ অনুভব করে তাহলে আক্রমণ করে বসতে পারে। আপনি মৃতের মতো ভান করলে ভাল্লুক হয়তো কম হুমকি অনুভব করবে এবং যাচাই করার চেষ্টা করবে আপনি মৃত নাকি মৃতের ভান করছেন। মৃতের ভান করার সময় উলটা হয়ে শুয়ে যেতে হবে, ঘাড়ে হাত দিয়ে ঢেকে রাখতে হবে। তখন ভাল্লুক আপনাকে সোজা করে দেহের সাথে খেলা করার চেষ্টা করতে পারে, তাই দুই পা যতটা সম্ভব ছড়িয়ে রাখতে হবে।
অন্যদিকে, কালো ভাল্লুক লাজুক ও ভীতু প্রকৃতির হয়। তারা নিজেদের এলাকা বা সন্তানকে নিরাপদ রাখার উদ্দেশ্যে কাউকে আক্রমণ করেনা। আক্রমণ করলে বুঝতে হবে সে আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে আক্রমণ করেছে। তাই কালো ভাল্লুকের সামনে মৃতের মতো ভান না করে আত্মরক্ষার চেষ্টা করাই শ্রেয়। যদি তাবুতে থাকা অবস্থায় কখনো ভাল্লুক আক্রমণ করে তাহলে বুঝতে হবে ভাল্লুকটি খাবারের সন্ধানে আক্রমণ করেছে। তখন মৃতের ভান না করে লড়াই করার চেষ্টা করতে হবে। ভাল্লুক আক্রমণ করলে কখনো দৌড়ে পালানোর চেষ্টা করা উচিত নয়, কারণ ভাল্লুকের দৌড়ের গতি মানুষের তুলনায় বেশি।
ক্রেডিট: সায়েন্স বী