সাবভোকালাইজেশন বা নীরব পাঠ- এই টার্মটা তখনই ইউজ করা হয় যখন আমরা নিজের মতো করে কোনো কিছুকে মনে মনে পাঠ করতে থাকি, যেমন সেটা হতে পারে আমাদের পড়ালেখার ক্ষেত্রে। পড়া মনে রাখার ক্ষেত্রে সাবভোকালাইজেশন অনেক গুরুত্বপূর্ণ একটা টেকনিক, যখন আমরা কোনো পড়া সরাসরি পড়ি তখন তা শুধু আমাদের কান পর্যন্তই যায়, কিন্তু যখন আবার আমরা এই পড়াটা একই সাথে মনে মনে পড়তে থাকি, তখন আমাদের মস্তিষ্ক এই পড়াটা খুব তাড়াতাড়ি গুছিয়ে নেয়, ও জিনিসটা এক সময় মুখস্ত এর মতো ব্রেইনে গেথে যায়। সাবভোকালাইজেশন বলতে মূলত এই নিরব পাঠের টেকনিকটা বুঝানো হয়, পড়ার সাথে আবার পড়া। দেখা যায়, প্রায় প্রত্যেকেই পড়ার সময় শুধু ঠোঁট নাড়িয়ে পড়া পড়তে থাকে। এটিও এক প্রকার সাবভোকালাইজেশন।