ছারপোকা (Cimex lectularius) হচ্ছে সাইমেক্স গণের অন্তর্ভুক্ত এক জাতের পোকা যারা মূলত বাসা-বাড়ির আতঙ্ক হিসেবেই পরিচিত। উষ্ণ রক্তবিশিষ্ট রক্তচোষা এই প্রাণীটি মানুষসহ বিভিন্ন পোষকের রক্ত খেয়ে বেঁচে থাকে। সাধারনত এটি বিছানার পোকা হিসেবে পরিচিত হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে - ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য কাঠের আসবাবপত্র। এই পতঙ্গটি সত্যিই খুব বিরক্তিকর কারন এরা মানুষের রক্ত খায় (বিশেষ করে রাতে এর উপদ্রপ বেড়ে যায়)। একবার কোনো ঘরে ছারপোকা বাসা বাধলে তখন আর সহজে নির্মুল করা যায়না। কারন এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করে।
তবে কিছু পদক্ষেপ গ্রহন করলে খুব সহজেই আমরা জ্বালাতনকারী-অস্বস্তিকর এই পোকাটিকে আমাদের ঘর থেকে চিরতরে নির্মূল করতে পারি। আসুন জেনে নেওয়া যাক ছাড়পোকার উপদ্রপ হতে বাঁচার জন্য বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ সম্পর্কেঃ-
(১) ছাড়পোকার উপদ্রপ থেকে বাচার সবচাইতে কার্যকরী পদক্ষেপ হলে নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দেখা যায় যে যেসকল বাসস্থান অস্বাস্থ্যকর এবং নোংরা সেগুলোতেই বিভিন্ন পোকা-মাকড়ের উপদ্রপ বেশি হয়। তাই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।
(২) ছাড়পোকারা মূলত স্যাঁতস্যাঁতে পরিবেশ খুব পছন্দ করে এবং এরকম পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি ঘটায়। তাই নিয়মিত আপনার বিছানার চাদর, তোষক এবং অন্যান্য আসবাবপত্র রৌদ্রে দেন। এতে করে সূর্যের প্রখর তাপে ছাড়পোকার ডিমগুলো নষ্ট হয়ে যাবে এবং প্রাপ্তবয়স্ক ছাড়পোকারাও নির্মূল হবে।
(৩) ঘরের মধ্যে ছারপোকার উপদ্রপ বেড়ে গেলে আসবাবপরে ল্যাভেন্ডার অয়েল ব্যাবহার করতে পারেন। এই পদ্ধতিটি বেশ কার্যকর।
(৪) জ্জযেসকল স্থানে ছারপোকার উপদ্রপ বেশি সেখানে আপনি ন্যাপথালিন ব্যাবহার করতে পারেন। বসতবাড়িতে পোকার উপদ্রপ কমাতে ন্যাপথালিন বহুল প্রচলিত। আপনার বিছানার তোষকে ন্যাপথালিন এর গুড়া ছিটিয়ে দিলে দেখবেন ছাড়পোকার উপদ্রপ যথেষ্ট কমে গিয়েছে।
(৫) ছাড়পোকার উপদ্রপ থেকে বাঁচার জন্য আপনার বিছানা দেওয়াল থেকে যতো সম্ভব দূরে রাখুন। এবং খাটের পায়া বেঁয়ে যাতে ছাড়পোকারা মেঝে হতে খাটে না উঠতে পারে তারজন্য কেরোসিনের প্রলেপ ব্যবহার করতে পারেন।
(৬) ছারপোকা নির্মূলের জন্য বাজারে বেশ কয়েকধরনের কীটনাশক পাওয়া যায়। চাইলে আপনারা সেগুলোও ব্যাবহার করতে পারেন।
সর্বোপরি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে ছাড়পোকা হতে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই।
Shah Reyajur Rahman Raj (সায়েন্স বী)