যেভাবে পরিষ্কার করবেন:
অনেকে সাবান–পানি দিয়ে পরিষ্কার করার কথা বলেন। আবার পানিতে ব্লিচিং পাউডার গুলিয়ে ব্যবহারের কথাও শোনা যায়। অ্যালকোহল প্যাড দিয়েও পরিষ্কার করা যায়। তবে ব্যক্তিগত অভিজ্ঞতায় এর কোনোটাই তেমন কার্যকরী বলে মনে হয়নি। একবার হলদেটে হয়ে গেলে তা আর আগের মতো পরিষ্কার-স্বচ্ছ অবস্থায় নেওয়া যায় না। তবে সাবান–পানি বা অ্যালকোহল প্যাড ব্যবহারে জীবাণু পরিষ্কার হতে পারে। বিশেষ করে এই করোনাকালে তা বেশ কাজের। আর রং বদলালেই যে কভারগুলো নষ্ট হয়ে যায়, ব্যাপারটা তা না। চাইলে এভাবেই ব্যবহার করতে পারেন। আর দৃষ্টিকটু মনে হলে নতুন কোনো কভার কিনে নেওয়াই বরং ভালো।
তথ্যসূত্রঃ প্রথম আলো