জীবের বৈশিষ্ট্য চিহ্নিত করার প্রক্রিয়ায় চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস-প্রশ্বাস, বৃদ্ধি ও অভিযোজন-কে মানদণ্ড হিসেবে ধরা হয়। উদ্ভিদের ডগা বেড়ে ওঠার সময়ে নড়াচড়া করে, (বৃদ্ধি ও চলন) উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে খাদ্য গ্রহণ করে, (খাদ্য গ্রহণ) গাছের চারা হয়, (প্রজনন) কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, (শ্বাস-প্রশ্বাস ও রেচন) লজ্জাবতী গাছের চারা স্পর্শ করলেই বন্ধ হয়ে যায় ও (অনুভূতি) বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে (অভিযোজন)। সুতরাং, গাছেরও প্রাণ আছে বললে ভুল হবে না।