বাংলাভাষী বিজ্ঞানীদের মধ্যে জগদীশচন্দ্র বসু জগদ্বিখ্যাত হয়ে আছেন গাছের অনুভূতি আছে আবিষ্কার করে। তিনি দেখিয়েছেন, গাছেরা বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে পারে শারীরিকভাবে।প্রাণীর ব্যথা পাওয়ার অনুভূতি নির্ভর করে তার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ইত্যাদি আছে কি না তার ওপর। গাছের সে রকম কিছু নেই। তাই এক অর্থে বলা যায়, গাছ আমাদের মতো ব্যথা অনুভব করে না। কিন্তু আঘাত করলে গাছ একধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে। একে যদি ব্যথা পাওয়া বলি, তাহলে গাছ অবশ্যই ব্যথা পায়। একটা ডাল কেটে ফেললে গাছ এক ধরনের রাসায়নিক সংকেত বাতাসে ছড়িয়ে দেয়। এভাবে সে মূলত তার শাখা-প্রশাখা ও পার্শ্ববর্তী গাছপালাকে সতর্ক করে। এর ফলে গাছ তার কোষপুঞ্জের মাধ্যমে আত্মরক্ষাব্যবস্থা সক্রিয় করার চেষ্টা করে। তখন সে অন্যদিকে তার ডালপালা বিস্তৃত করে, যেন আবার বিপদে পড়তে না হয়।
Nadia Islam
তথ্যসূত্রঃ বিজ্ঞান চিন্তা, প্রথম আলো