ডিমের ভিতর ডিম হওয়ার বিরল ঘটনা, বর্তমানে এটি প্রায়ই দেখা যাচ্ছে। একে Counter Peristalsis Contraction প্রক্রিয়া বলে। এমন ঘটনা তখন ঘটে যখন একটি পূর্ণাঙ্গ ডিম গঠিত হওয়ার পর তা আবার মুরগির ডিম্বাশয় বা রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রবেশ করে। তখন দ্বিতীয় আরেকটি ডিম প্রথম ডিমটির চারপাশ দিয়ে গঠিত হয়, তাই এমন ডিমের আকার তুলনামূলক বড় হয়।
ক্রেডিট : নিশাত তাসনিম